একি নিলা মানুষ নিলে দেখি গোকুলে
হরিনন্দ ঘোষের বাদা মাথায় নিলে ॥
রাখালের উচ্ছিষ্ট খায়
একদিন ব্রহ্মা দেখতে পায়
তাতে রুষ্ঠ হয় ভারি, না চিনিয়ে হরি
ধেনুবৎস হরে লয় পাতালে ॥
কোন প্রেমে সে দীন দয়াময়
নারীর চরণ নিলে মাথায়
একি নিলা চমৎকার, বোঝা হলো ভার
অপার হয়ে অধীন লালন বলে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...