একি আসমানী চোর
ভাবের শহর লুটছে সদায়
তার আসা-যাওয়া কেমন রাহা
কে দেখেছে বল আমায় ॥
শহর বেড়ে আঘাত দোরে
তার মাঝখানে ভারের মন্দিরে
সেই নিশুম জায়গায়
তার পবনদ্বারে চৌকি ফেরে
এমন ঘরে চোর আসে যায় ॥
এক শহরে চব্বিশ জেলা
দাগছে রে কামান দুবেলা
বলিয়ে জয় জয়
ধন্য চোরে এ ঘর মারে
রাখে না ফাহার ভয় ॥
মন বুদ্ধির অপোচর চোরা
আজ বললে কি পাবি তোরা
আমার এই কথায়
লালন বলে ভাবুক হলে
চোরের ধাক্কা লাগে তাইরি গায় ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...