একি রে সাঁইয়ের আজব নীলে
আমার বলতে ভয় হয়রে দেলে ॥
আপনি নিরঞ্জন মনি
আপনি কুদরতের ধনি
কে-বা তার দোসর, পায় সে খবর
খোদার অঙ্গ কে খন্ড করিলে ॥
নূর টলে হলাে নৈরাকার
নিরঞ্জনের স্বপ্ন কি প্রকার
দেখলাে কি স্বপ্ন, হলাে সে মগ্ন
কোনরূপ দেখে নিরঞ্জন ভােলে ॥
দেখে সেই আজব সুরাত
আপনি খুশি হলেন পাকজাত
ভেবে কয় লালন, লে হয় কোনজন
কারে দেখলেন সাঁই নয়ন খুলে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...