এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা ।
শুদ্ধ বাকির দায় যাবি যমালয়
হবে রে কপালে দায়মাল ছাপা ॥
কীর্তিকর্মা সেহি ধনী
অমূল্য মাণিক মণি
তোরে করিলেন কৃপা;
সে ধন এখন, হারালি রে মন
এমনি তোর কপাল বদলফা ॥
আনন্দ বাজারে এলে
ব্যাপারে লাভ করব বলে
এখন সারলে সে দফা;
কুসঙ্গের সঙ্গে মজে কু-রঙ্গে
হাতের তীর হারায়ে হলিরে ফ্যাপা ॥
দেখলি নে মন বস্তু ঢুঁড়ে
কাঠের মালা নেড়ে চেড়ে
শুধুই নাম জপা;
লালন বলে হায়, কি হবে উপায়
বৈদিক ঐ জ্ঞানচক্ষু ঝাপা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...