এসেছ রে মন যে পথে
যেতে হবে সেই পথে ॥
মোহ-মায়ায় ভুলে র'লি
আজকাল বলে দিন ফুরালি
কর ঐ নামে কৃতাঞ্জলী
যদি সময় হয় তাতে ॥
সেই পথের নাম ত্রিপিনের ঘাট
বাঘে সর্পে ধরেছে বাট,
রসিক জনা সেই ঘাটের টট্
মনা যাচ্ছে তার সাথে ॥
সেই পথেতে তিনটি মরা
পেলে মানুষ খাচ্ছে তারা
লালন বলে, মরায় মরা
খেলছে খেলা তার সাথে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...