এলাহি আলমিন আল্লা
বাদশাহ আলম পানা তুমি ॥
ডুবাইয়ে ভাসাতে পার
ভাসায়ে কিনার দাও কারো
রাখো মারো হাত তোমার
তাইতে তোমায় ডাকি আমি ॥
নূহ নামের নবীজিরে
ভাসালে অকুল পাথারে
আবার তারে মেহের করে
আপনি লাগাও কিনারে
জাহের আছে এ সংসারে
আমায় দয়া কর স্বামী ॥
নিজাম নামের বাটপার সেত
পাপেতে ডুবিয়া রইত
তার মনে সুমতি দিলে
কুমতি তার গেল দূরে
আউলিয়া নাম খাতায় লিখিল
জানা গেল এ রহমে ॥
নবি না মানে যারা
মরদুদ কাফের তারা
সেই মরদুদ দায় মাল হবে,
বিনা হিসাবে দোজখ যাবে;
আবার তারে খালাস দিবে;
লালন বলে কি হয় জানি ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...