এস হে প্রভু নিরঞ্জন
এ ভব তরঙ্গ দেখে
আতঙ্কেতে যায় জীবন ॥
তুমি ভক্তি তুমি মুক্তি
অনাদির আদ্যশক্তি
দাও হে আমার ভক্তির শক্তি
যাতে তৃপ্ত হয় ভবজীবন ॥
ধ্যান যোগে তোমায় দেখি
তুমি সখা আমি সখী
মম হৃদয় মন্দিরে থাকি
ঐ রূপ দাও গো দরশন ॥
ত্রিগুনে সৃজিলে সংসার
লীলা দেখে কয় লালন তার।
ছাদরাতুল মন তাহার উপর
নূর তাজেল্লার হয় আসন ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...