ও গো বিন্দ্যে ললিতে
আমি কৃষ্ণহারা হলাম এ জগতে ॥
ও সখিরে চল আমরা বনে যাই
বন্ধুর দেখা নাই
বৃন্দাবন আছে কত দূরে;
ছাড়িয়া ভাবের মায়া,
দেহ করিলাম পদছায়া
ললিতে তার পায়ের ধবনি শুনিতে ॥
আগে সখি পাছে সখি
শত শত সখি দেখি
সব সখির কর্ণে সোনা রে;
নদীর কূলে বাজায় বাঁশি,
কপালী তিল তোরসী
রাধিকার বন্ধু হয় কোন জনেতে ॥
বনেরও পশু যারা
আমার থেকে ভাল তারা
সঙ্গে লয়ে থাকে আপন পতিরে;
তারা পতির সঙ্গে করে আহার,
পতির সঙ্গে করে বিহার
লালন বলে মজে থাকে আপনার পিরিতে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...