ও তোর ঠিকের ঘরে ভুল পড়েছে মন।
কী সে চিনবি রে মানুষ রতন ॥
আপন খবর নাই আপনারে
বেড়াও পরের খবর করে
মন রে আপনারে চিনলে পরে
পরকে চেনা যায় তখন ॥
ছিলি কোথা আলি কোথা
স্মরণ কিছু হলো না তা
কী বুঝে মুড়ালি মাথা
পথের নাহি অন্বেষণ ॥
যার সাথে এই দেশে এলি
তারে আজ কোথায় হারালি
দরবেশ সিরাজ সাঁই কয়, পেট শাখালি
তাই লয়ে পাগল লালন ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...