ও মন এখন আর কাঁদলে কি হবে
কীর্তিকর্মার লেখা জোখা আর কি ফিরিবে ॥

তুষে যদি কেউ পাড় দেয়
তাতে কি চাল বাহির হয়
মন আমার তুষের ন্যায়
বঙহীন ভবে ॥

কর্পূর উড়ে যায় রে যেমন
গোল মরিচ মিশায় তার কারণ
মন হলো গোল মরিচের মতন
বস্তু কেন যাবে ॥

হাওয়ার চিড়ে কথার দধি
ফলার দিচ্ছে নিরবধি
লালন বলে যার যার প্রাপ্তি
কেন না পাবে ॥



#LalonGeeti #LalonGiti #লালনগীতি