ও মন কর সাধনা মায়ায় ভুলনা
নইলে আর সাধন হবে না ॥
সিংহের দুগ্ধ স্বর্ণপাত্রে রয়
মেটে পাত্রে দিলে ও মন কেমন দেখায়
মনপাত্র হলে মেটে, কি করবি কেঁদে কেটে
আগে কর সেই পাত্রের ঠিকানা ॥
চেতন গুরুর সঙ্গে কর ভগ্নাংশ শিক্ষা
বীজগণিত পূর্ণমান তাতে পাবি রক্ষা
মানসাষ্ক কষতে যেন ভুল কর না ॥
বাংলা শিক্ষা কর মন আগে
ইংরেজিতে মন তোমার রাখ বিভাগে
বাংলা না শিখে, ইংরেজিতে মন দিয়ে
লালন বলে করছ পাশের ভাবনা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...