ও প্রেম আমার ভাল লাগে না
তোমার প্রেমের দায়ে জেল খাটিলাম
তবু ঋণ শোধ হলো না ॥


একদিন তো গিয়েছিলাম সে যমুনার ঘাটে
কত কথা মনে পল গো পথে
আমি রাধে সারা নিশি কাঁদিয়া বেড়াই
তবু তো দেখা দিলে না ॥


তোমার সঙ্গে প্রেম করিয়া হলো জ্বালা
সে প্রেমের জন্য গাঁথিলাম বিনে সুতার মালা,
প্রেম বিলায় কি ছালা ছালা
বার কান থাকে না ॥


সে প্রেমের মূল্য দিতে কুলমান যায়
তারে বুঝি গো রাখা হইল দায়
তাই লালন কয়, শ্যাম রায়ের প্রেম
বুঝি আর হলো না ॥



#LalonGeeti #LalonGiti #লালনগীতি