ঐহিকের সুখ কয় দিনের বল
ঐ যে দেখতে দেখতে দিন ফুরাল ৷৷
হলো আসলে ভুল
পাকিল রে চুল
সুখের তরে ঘুরে ঘুরে
বৃথা তোমার জনম গেল ৷৷
ভিন্ন-ভিন্ন ভাবছ সবে
নিত্য সুখে সুখি হবে
তবে এমন সুখের লেগে
নবীর তরীকে এখন চল ৷৷
ইহকাল ভোগ করে সুখ
পরে যদি হলো অ-সুখ
তবে এমন সুখে ফল কি আছে
লালন বলে ধর্মের জন্য অ-সুখ ভাল ৷৷
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...