অবোধ মন রে তোর হলো না দিশে ৷
এবার মানুষের করণ হবে কিসে ॥
কোনদিন আসবে যমের চেলা
ভেঙে যাবে ভবের খেলা
সেদিন হিসাব দিতে বিষম জ্বালা
ঘটবে শেষে ॥
উজান-ভেটেন দুটি পথ
ভক্তি-মুক্তির করণ সেত
ওরে তাতে যায় না জরামৃত্যু
যমের ঘর সে ॥
যে পরশে পরশ হবি
সে করণ আর কবে করবি
দরবেশ সিরাজ সাঁই কয় লালন বলি
ফাঁকে বসে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
1 মন্তব্যসমূহ
Joy guru
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...