অনেক ভাগ্যের ফলে
সে চাঁদ কেউ দেখিতে পায় ৷
অমাবস্যা নাই সে চাঁদে
দ্বিদলে তার কিরণ উদয় ॥
যথারে সেই চন্দ্র ভুবন
দিবারাতের নাই আলাপন
কোটি চন্দ্র জিনি কিরণ
বিজলী চটকের ন্যায় ॥
সিন্দু মাঝে বিন্ধুবারি
মাঝখানে তার স্বর্ণগিরি
অধরচাঁদের স্বর্গপুরী
তিল পরিমাণ জাগায় ॥
দরশনে দুঃখ হরে
পরশনে পরশ করে
এমনি সে চাঁদের মহিমে
লালন ডুবে ডোবে না তায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...