ওগো তোমার নিগুঢ় লিলা সবাই জানে না
নিরঞ্জন সে প্যাঁচের ধারা
সে ভেদ বোঝা গেল না ॥

না ছিল নূরের বিম্বু
না ছিল নৈরেকার সিন্ধু
তখন আমার দীনবন্ধু
আওয়াজ করে এ ভেদ বলতে মানা ॥

পঞ্চনূরী পঞ্চ অঙ্গে
দাড়িয়ে ছিল প্রেম তরঙ্গে
আলেফ লাম মীম কোন অঙ্গে
তখন খেলকা তহবন ছিল না ॥

খেলকা ছিল মায়ের উদরে
নেংটা এলাম ভাবসাগরে
লালন বলে বিচার করে
তখন লজ্জা-শরম ছিল না ॥


#LalonGeeti #LalonGiti #লালনগীতি