ওগো মানুষের তত্ত্ব বল না
ভাবের মানুষ কয়জনা ॥
এই মানুষে আছে রে মন
যারে বলি মানুষ রতন
মনের মানুষ অধর মানুষ
সহজ মানুষ কোনজনা ॥
ওগো অটল মানুষ
রসের মানুষ, সোনার মানুষ
ভাবের মানুষ, সরল মানুষ
সেই মানুষটি কোনজনা ॥
ফকির লালন বলে
মানুষ মানুষ সবাই বলে
এই মানুষে সেই মানুষ
কোন মানুষের করি ভজনা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...