ওগো মানুষের তত্ত্ব বল না
ভাবের মানুষ কয়জনা ॥

এই মানুষে আছে রে মন
যারে বলি মানুষ রতন
মনের মানুষ অধর মানুষ
সহজ মানুষ কোনজনা ॥

ওগো অটল মানুষ
রসের মানুষ, সোনার মানুষ
ভাবের মানুষ, সরল মানুষ
সেই মানুষটি কোনজনা ॥

ফকির লালন বলে
মানুষ মানুষ সবাই বলে
এই মানুষে সেই মানুষ
কোন মানুষের করি ভজনা ॥


#LalonGeeti #LalonGiti #লালনগীতি