অন্ধকারে রাগের পরে
ছিল যখন সাঁই
কীসের পরে ভেসেছিল
কে দিল আশ্রয় ॥
তখন কোন আকার ধরে
ভেসেছি কোন প্রকারে
কোন সময় কোন কায়া ধরে
ভেসেছিল সাঁই ॥
পাক-পাঞ্জাতন হইল যারা
কীসের পরে ভাসল তারা
কোন সময় নূর ছেতারা
ধরেছিল সাঁই ॥
ছেতারা রূপ হল কখন
কী ছিল তার আগে তখন
লালন বলে সে কথা কেমন
বুঝা হলো দায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...