ওরে মন আর কি যাবি
আবহায়াত নদীর পারে
যার ছেলে কুমিরে খায়, ঢেঁকি দেখে ভয় পায়
আবার বুঝি মন আমায় ধরে ॥

কামীরূপে জন্মে সোনা
সাধুজনার জোর খাটে না
প্রেমডুবারু ভাই, শক্তির বল তাই
চলে সে ধীরে ধীরে ॥

প্রেমিক ডুবারু হলে অথৈ জলে
ডুবলে সোনার মূল সেই নেয় তুলে
শ্রীগুরু আছে যার, কান্ডারির ভার
বসে রই সে হাল ধরে ॥

যার নাই কামনা-বাসনা
সে সহজ প্রেম জানে না
ফকির লালন বলে, রসিক প্রেমিক হলে
যেতে পারে হায়াত নদীর ধারে ॥


#LalonGeeti #LalonGiti #লালনগীতি