ওমা যশোদে তাই আর বল্লে কি হবে
গোপালকে যে এঁটো দিই মা
মনে যে ভাব ভেবে ॥
কান্ধে চড়ায় কান্ধে চড়ি
যে ভাব ধরায় সে ভাব ধরি
এসব বাসনা তারি
বুঝি ছিল তার পূর্বে ॥
মিঠার জন্যে এঁটো দিই মা
পাপ-পুণ্যের জ্ঞান থাকে না
গোপাল খেলে হই সান্ত্বনা
পাপ পুণ্য কে ভাবে ॥
গোপালের সঙ্গে যে ভাব
বলতে আকুল হই মা তা সব
লালন বলে পাপ পুণ্য লাভ
ভুল হয় গোপালকে সেবে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...