দেখ না আপন দেল মন ঢুঁড়ে
দিন দোনের মালিক সে যে আছে ধড়ো 

আপনি ঘর সে আপনি ঘরি
আপনি করে চৌকিদারী
আপনি সে করে চুরি
আপন ঘরে 

আপনি ফানা আপনি ফকির
আপনি করে আপনার জিকির
বুঝবে কেরে আলেক ফিকির
বেদ-ভাষ পড়ে 

নানা ছলে নানান মায়ায়
আমি আমি শব্দ কে কয়
লালন কয় ছন্দি যে পায়
ঘোর যায় ছেড়ে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি