দেখ না আপন দেল মন ঢুঁড়ে
দিন দোনের মালিক সে যে আছে ধড়ো ॥
আপনি ঘর সে আপনি ঘরি
আপনি করে চৌকিদারী
আপনি সে করে চুরি
আপন ঘরে ॥
আপনি ফানা আপনি ফকির
আপনি করে আপনার জিকির
বুঝবে কেরে আলেক ফিকির
বেদ-ভাষ পড়ে ॥
নানা ছলে নানান মায়ায়
আমি আমি শব্দ কে কয়
লালন কয় ছন্দি যে পায়
ঘোর যায় ছেড়ে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...