দেখ না রে মন পূনর্জনম
কোথা হতে হয়।
মরে যদি ফিরে আসে
স্বর্গ নরক কেবা পায় ॥
পিতার বীজে পুত্রের সৃজন
তাইতে পিতার পুনর্জনম
পঞ্চভূতে দেহের গঠন
আলেক রূপে ফেলে সাঁই ॥
ঝিয়ের গর্ভে মায়ের জন্ম
এ বড় নিগূঢ় মর্ম
শোণিতে শুরু হলে গম্ভু
সব জানা যায় ॥
শোণিতে শুত্রু হলে বিচার
জানাতে পারবি কে জীব কে ঈশ্বর
সিরাজ সাঁই কয় লালন এবার
ঘুরে মলি কোলের ঘুরায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...