দেখ রে আমার রাছুল যার
কান্ডারী এই ভবে।
ভব নদীর তুফানে তার কি
নৌকা ডোবে ॥
ভুলো না মন কারো ধোঁকায়
চড় সে তরিকার নৌকায়
বিষম ঘোর তুফানের দায়
বাঁচবি তবে ॥
তরিকার নৌকাখানি
ইশক নাম তার বলে শুনি
বিলে বাওয়ায় চলছে অমনি
রাত্র দিবে ॥
সেই নৌকাতে যে না চড়ি
কেমনে দিব ভব পাড়ি
লালন বলে এহি ঘড়ি
দেখ মন ভেবে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...