দেখ দেখি মন কোনটি মজা ।
চিনি হওয়া মজা কি খাওয়া মজা 

নির্বান মুক্তি সেধে সেতো
জনা চাই চিনির মতো
মুক্তি পাওয়া;
যদি চিনিতে চিনি খাই
তাতে কি জানা যায়
সুখ-দুখ বোঝা 

সারূপ্য সামীপ্য শাস্তি
সালেক্য মুক্তি প্রাপ্তি
বলছে যা;
যদি এবার মুক্তি পাই
ভারা হয়ে রয়
যমের প্রজা 

সমঝে ভবে কর সাধন
যাতে মেলে গুরুর চরণ
অটল ধ্বজা;
দরবেশ সিরাজ সাঁইয়ের বচন
শোনরে অবোধ লালন
ছাড় জল ছেঁচা 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি