দেল দরিয়ায় ডুবে দেখ না।
অতি অজান খবর যাবে জানা ॥
ত্রিবেণীর পিছল ঘাটে
বিনে হাওয়ায় মৌজা ছোটে
ডওরায় পানি নাই, ভিটে ডোবে যায়
শুনলে কী পস্তাবি এ কারখানা ॥
আলখানার শহর ভারি
তাহে আজব কারিগিরি
বোবায় কথা কয়, কালায় শুনতে পায়
আন্ধলায় পরখ করছে সোনা ॥
কইবার যোগ্য নয় কথা
সাগৱে ভাসে জগৎমাতা
লালন বলে মার উদরে, পিতা জন্মে
পত্নীর দুধ খেল সে না ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...