দেলদরিয়ায় না ডুবলে সে কি
দরিয়ার খবর পায় ।
নইলে পুঁথি পড়ে পন্ডিত হইলে
তাতে কি ফল হয় ॥
স্বয়ং রূপ দর্পনে ধরে
মানব রূপ সৃষ্টি করে
দিব্যজ্ঞানী যারা ভাবে বোঝে তারা
মানুষ ভজে কার্য সিদ্ধি করে যায় ॥
একেতে হয় তিনটি আকার
অযোনী সহজ সংস্কার
যদি ভাবতরঙ্গে ত্বর মানুষ চিনে ধর
দিনমনি গেলে কি হবে উপায় ॥
মূল হইতে হয় বৃক্ষের সৃজন
ডাল ধরে পায় মূল অন্বেষণ
অমনি রূপ হইতে স্বরূপ তারে ভেবে বেরূপ
অবোধ লালন সদায় নিরূপ ধরতে চায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...