দিব্যজ্ঞানে দেখরে মনরায়
ঝরার খালে বাঁধ বাঁধিলে
রূপের পুলক ঝলক দেয় ॥
পূর্বদিকে রত্নবেদী
ডালিম্বের পুস্পজ্যোতি
তাহে খেলছে রূপ আকৃতি
বিজলী চটকের ন্যায় ॥
তথায় ক্ষীরদ রসে
অখণ্ড শিখর ভাসে
রত্নবেদীর ঊর্ধ্ব পাশে
কিশোরা কিশোরী রাই ॥
শ্রীরূপের আশ্রিত যারা
সব খবরের জবর তারা
লালন বলে অধর ধরা
ফাঁদ পেতে ত্রিবেণী বয় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...