দিন থাকতে মুর্শিদ রতন চিনে নে না
এমন সাধের জনম
বয়ে গেলে আর হবে না ॥
মুর্শিদ আমার বিষয় আদি
মুর্শিদ আমার দয়াল নিধি
পারে যেতে ভব নদী
ভরসা ওই চরণখানা ॥
কোরানে ছাপ শুনিতে পাই
ওলিয়েম মুর্শিদ সাঁই
ভেবে বুঝে দেখ মনরায়
মুর্শিদ সে কেমন জনা ॥
মুর্শিদ বস্তু চিনলে পরে
চিনা যায় মন অচেনারে
লালন কয় সে মূলাধারে
নজর হবে তৎক্ষণা ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...