হীরে লাল জহুরের কুটি
আছে এই মানুষ ধরে
দেখ রে মন হয়ে খাঁটি ॥
যেমন গাভীর ভাণ্ডে গোরোচনা
গাভী তার মর্ম জানে না
হসনে যেন তেমনি মনা
বলো বার পান্তি ॥
যেমন সর্পের মাথায় মণি
ব্যাঙ্গা খায় ধরে তেমনি
মেওয়া ছেড়ে অমনি
খাসনে যেন মাটি ॥
দিয়েছে যে ধন সাঁই
কেড়ে নিতে দেরী তো নাই
লালন বলে খোঁজ তাই
ঘরের ছুড়ান কাঠি ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...