হীরে মন জহুরা কোটিময়
সে-চাঁদ লক্ষ যোজন ফাঁকে রয়
কোটি চন্দ্র কোটি কোটি ময় ॥
উনকোটি দেবতা সঙ্গে আছে গাঁথা
ব্রম্মা বিষ্ণু শিব নারায়ণ জয় জয়
যে জন শুদ্ধ সাধক হয়, সে-চাঁদ দেখিতে পায়
সে জন মৃণাল ধরে উজান ধায় ॥
ষড়চক্র পরে আছে আদি বিধান তার
পূর্ণ করে ষোলকলা ভেদ করে সপ্ততালা
তার উপরে বসে কালা, মধু করে পান
মহেন্দ্র যোগে সে চাঁদ দেখা যায় ॥
নব লক্ষ ধেণু চরায় রাখালে
চাঁদের খবর সেই জানে, চাঁদ ধরেছে বিন্দাবনে
শ্রী রাধার কমলে ভাণ্ড ভেঙে ননী খায় গোপালে
লালনের ফকিরি, করা নয় ফিকিরি
দরবেশ সিরাজ সাঁই যদি ছায়া দেয় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...