হরি বলে হরি কাঁদে কেনে
ধারা বহে দু’নয়নে ॥
হরি বলে হরি গোরা
দু’নয়নে বহে ধারা।
কী ছলে এসেছে গোরা
নদীয়া ভুবনে ॥
আমারা যত পুরুষ নারী
দেখিতে আইলাম হরি।
হরিকে হরিল হরি
সেই হরি কোনখানে ॥
গৌরহরি দেখে এবার
কত পুরুষ নারী ছেড়ে যায় ঘর।
সেই হরি কী করে এবার
লালন তাই ভাবে মনে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...