ক্ষ্যাপা না জেনে তোর আপন খবর
যাবি কোথায়।
আপন ঘর না বুঝে
বাইরে খুঁজে পড়বি ধোঁকায় ॥
আমি সত্য না হলে
গুরু সত্য হয় কোনকালে
আমি যেরূপ দেখ না
সেরূপ দীন দয়াময় ॥
আত্মারূপে সেই অধর
সঙ্গী অংশ কলা তার
ভেদ না জেনে বনে বনে
ফিরলে কি হয় ॥
আপনার আপনি না চিনে
ঘুরবি কত ভুবনে
লালন বলে অভিমকালে
নাই রে উপায় ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...