কৃষ্ণ বলে শোন লো গোপীগণ।
বসন চুরি করি কি কারণ
আমার শর্ত কর না পালন ॥
এখন কেন কর ছলনা
রাধে তোমার বসন দেব না
তোমার মধ্যে আছে শ্রীমতি
শোন কি গতিতে হবে মিলন ॥
প্রেমে মত্ত হয়েছি তাতে
তুমি যারে পার মিলাইতে
শোন লো বিন্দে দুতি
যার বসন তাকে দিব খুশি হয়ে মন ॥
গোপীরা যখন উলঙ্গীনি হয়
তাই কি আর প্রাণে সয়
ময়ূর যেমন মেঘ দেখে খুশি হয়
তেমনি খুশি কৃষ্ণ হয়, রচে লালন ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...