কোন রসে কোন মানুষ আছে
মহা রসের ধনী।
চন্দ্রে সুধা পদ্মে মধু
যোগায় রাতিদিনি ॥
সাধক সিদ্ধি প্রবর্তন গুণ
তিন রাগ ধরে আছে তিনজন
এই তিন ছাড়া রাগ নিরূপণ
জানলে হয় ভাবিনী ॥
মৃণাল গতি রসের খেলা
নব ঘাট নব ঘাটেলা
দশম যোগে বালির গোলা
যোগেশ্বর আয়োনী ॥
সিরাজ সাঁইর আদেশে লালন
বলেছে বাণী শোন রে মলম
ঘুরতে হবে নাগর দোলন
না জেনে তার মূল বাণী ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...