কোন রূপে কর দয়া এই ভুবনে।
অনন্তর অপার মহিমা তোমার কে জানে ॥
তুমি রাধা তুমি কৃষ্ট
মন্ত্রদাতা পরম ইস্ট
মন্ত্ৰ দাও কানে;
মন্ত্র দিতে সঁপে দিলে
সাধু গুরু বৈষ্ণব গোঁসাইর চরণে ॥
তীর্থ ধর্ম গয়া কাশী
বালাকুণ্ডু বানারসী
মথুরা বিন্দাবনে;
তীর্থে যদি গৌর পেতে
ভজন সাধন করে জীব কি জন্যে ॥
গুরু মুখে পদ্ম বাক্য
সাধু যারা করে ব্যক্ত
আমি জানিনে;
সিরাজ সাঁই কয় অবোধ লালন
শক্তি শান্ত মা হবে কোনদিনে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...