কৃষ্ণেপদ্মের কথা কর রে দিশে।
রাধাকাস্তি পদ্মের উদয়
হয় মাসে মাসে ॥
না জেনে সেই যোগ নিরূপণ
রসিক নাম সে ধরে কেমন
অসময় চাষ করলে তখন
কৃষি হয় কিসে ॥
সামান্যে বিশ্বাস যার
বিশ্বাসে লইয়ে ধর
অমূল্য ফল পেতে পার
তাহে অনায়াসে ॥
শুনতে পাই আন্দাজী কথা
বর্তমানে জানো হেথা
লালন কয় সে জন্মলতা
দেখরে বেহুঁসে ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...