কৃষ্ণ প্রেমের পোড়া দেহ
কি দিয়ে জুড়াই বল সখি।
কে বুঝিবে অন্তরের ব্যথা
কে মোছাবে আঁখি ॥
যে দেশে গেছে বন্ধু কালা
সেই দেশে যাব নিয়ে ফুলের মালা
আমি ঘুরিব নগর গাঁয়ে যোগিনী বেশে
সুখ নাই যে মনে গো সখি ॥
তোমরা যদি দেখে থাক কালারে
বলে দাও গো তার খবর আমারে
নইলে আমি প্রাণ ত্যাজিব যমুনার জলে
কালাচাঁদ করে গেল আমায় একাকী ॥
কালাচাদকে হারাইয়ে হলাম যোগিনী
কত দিবানিশি গেল কেমনে জুড়াই প্রাণি
লালন বলে কর্মদোষে না পাইল রাই
কালার যুগল চরণ কেঁদে হবে কি ॥
#LalonGiti #LalonGeeti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...