মন আইন মাফিক নিরিখ দিতে ভাব কি।
কাল শমন এলে বলবি কি ॥
ভাবিতে দিন আখের হল
ষোলআনা বাকি পলো
কি আলিস্য তোরে ঘিরল
দেখলি নে খুলে আঁখি ॥
নিষ্কামী নির্বিকার হলে
জ্যান্ত মরে যোগ সাধিলে
তবে খাতায় উসুল হলে
নইলে উপায় কি দেখি ॥
শুদ্ধ মনে সকলি হয়
তাও জোটে না তোমায়
লালন বলে করবি হায় হায়
ছেড়ে গেলে প্রাণপাখি ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...