মন তোর বাকির কাগজ গেল হুজুরে।
কখন জানি আসবে শমন
সাধের অন্তষপুরে 

যখন ভিটেয় হও বসতি
দিয়েছিলে খোশ কবলতি
হরদমে নাম রাখবো স্থিতি
এখন ভুলেছ তারে 

আইনমাফিক নিরিখ দেনা
তাতে কেন ইতরপনা
যাবে রে মন যাবে জানা
জানা যাবে আখেরে 

সুখ পেলে হও সুখ ভোলা
দুখ পেলে হও দুখ উতলা
লালন কয় সাধনের খেলা
কিসে জুত ধরে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি