মন তোর বাকির কাগজ গেল হুজুরে।
কখন জানি আসবে শমন
সাধের অন্তষপুরে ॥
যখন ভিটেয় হও বসতি
দিয়েছিলে খোশ কবলতি
হরদমে নাম রাখবো স্থিতি
এখন ভুলেছ তারে ॥
আইনমাফিক নিরিখ দেনা
তাতে কেন ইতরপনা
যাবে রে মন যাবে জানা
জানা যাবে আখেরে ॥
সুখ পেলে হও সুখ ভোলা
দুখ পেলে হও দুখ উতলা
লালন কয় সাধনের খেলা
কিসে জুত ধরে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...