মন আমার আজ পলি ফেরে ।
দিনে দিনে পিতৃধন তোর গেল চোরে ॥
মায়ামদ খেয়ে মনা
দিবানিশি ঝোঁক ছোটে না
গাছ বাড়ির উল হলো না।
কে কী করে ॥
ঘরের চোরে ঘর মারে মন
যায় না ঘোর জানবি কেমন
একদিন দিলে না নয়ন
আপন ঘরে ॥
ব্যাপারে করতে এসেছিলে
আসলে বিনাশ হলে
লালন কয় হুজুরে গেলে
বলবি কী রে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...