মন আমার কুসর মাড়ায় জাঠ হলরে।
চিরদিন গুতায় পেড়ে আটলো নারে 

কত রকম করি দমন
কতই করি বন্ধন ছন্ধন
কটাক্ষ মাতঙ্গ মন
কখন যেন যায়রে সরে 

কপালের ফের নইলে আমার
লোভের কুকুর হই রে এবার
মন গুণে কি হয় জানি
কখন যেন কি ঘটায়রে 

মালয় পৰ্ব্বত কাষ্টের
সবে সার হয়, হয় না বাঁশের
লালন বলে মনের দোষে
আমার বুঝি তাই হলরে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি