মন আমার কি ছার গৌরব করছ ভবে।
দেখ না রে মন হাওয়ার খেলা
হাওয়া বন্ধ হতে দেরি কি হবে ॥
বন্ধ হবে এই হাওয়াটি
মাটির দেহ হবে মাটি
বুঝে সুঝে হও মন খাঁটি
কে তোরে কতই বোঝাবে ॥
থাকতে ঘরে হাওয়াখানা
মওলা বলে ডাক রসনা
কাল শমন করবে রওনা
কখন যেন কু ঘটাবে ॥
ভবে আসার আগে যখন
বলেছিলে করব সাধন
লালন বলে সে কথা মন
ভুলেছ এই ভবের লোভে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...