মন আমার কি ছার গৌরব করছ ভবে।
দেখ না রে মন হাওয়ার খেলা
হাওয়া বন্ধ হতে দেরি কি হবে 

বন্ধ হবে এই হাওয়াটি
মাটির দেহ হবে মাটি
বুঝে সুঝে হও মন খাঁটি
কে তোরে কতই বোঝাবে 

থাকতে ঘরে হাওয়াখানা
মওলা বলে ডাক রসনা
কাল শমন করবে রওনা
কখন যেন কু ঘটাবে 

ভবে আসার আগে যখন
বলেছিলে করব সাধন
লালন বলে সে কথা মন
ভুলেছ এই ভবের লোভে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি