মন তোরে আজ ধোরতে পারতাম হাতে।
দেখতাম হারে মন কি মুনা
কেমন করে সদায় আল ডেমাতে ॥
কী বলব সে বেহাত আমার
নইলে কি মন এ হাল তোমার
পাইনে গুণে তালের শুমার
কোন্ তালে নাচাও কোন্ পথে ॥
সদায় বলি আর ভুলব না
ভিলেকে তো ঠিক থাকে না
দুষ্ট লালচ দোষে মনা
মজালি আজ আমায় নানা মতে ॥
ক্রমে তনু পলো ভাটি
আর কবে মন হবি খাঁটি
লালন বলে নারদ কাঠি
ঠেকলে অমনি বেজে ওঠ তাতে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...