মন তোরে আজ ধোরতে পারতাম হাতে।
দেখতাম হারে মন কি মুনা
কেমন করে সদায় আল ডেমাতে 

কী বলব সে বেহাত আমার
নইলে কি মন এ হাল তোমার
পাইনে গুণে তালের শুমার
কোন্ তালে নাচাও কোন্ পথে 

সদায় বলি আর ভুলব না
ভিলেকে তো ঠিক থাকে না
দুষ্ট লালচ দোষে মনা
মজালি আজ আমায় নানা মতে 

ক্রমে তনু পলো ভাটি
আর কবে মন হবি খাঁটি
লালন বলে নারদ কাঠি
ঠেকলে অমনি বেজে ওঠ তাতে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি