মন চোরারে ধরবি যদি মন
ফাঁদ পাতো আজ ত্রিপিনে।
অমাবস্যা পূর্ণিমাতে
বারামখানা সেইখানে ॥
ত্রিপিনের তীরধারা বয়
তার ধারা চিনে ধরতে পারলে হয়
কোন ধারায় তার সদায় বিহার
হচ্ছে ভাবের ভুবনে ॥
সামান্য কি যায় তারে ধরা
আট পহরি দিতে হয় পাহারা
কখন সে ধারায় মেশে
কখন রয় নির্জনে ॥
শুক্লপক্ষে ব্রহ্মাণ্ডে গমন
কৃষ্ণপক্ষে যায় নিজ ভুবন
লালন বলে সেরূপ নিলে
দিব্যজ্ঞানী সেই জনে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...