ভাল জল ছেঁচা কল পেয়েছ মনা।
ডুবারু জন পায় সে রতন
তোর কপালে ঢনঢন ॥
মান সরোবর নামটি তার
লালমতি আছে অপার
ডুবতে পারলে না;
আবার ডুবতে যেয়ে খাবি খেয়ে
সুখটা বোঝ শেষখানা ॥
ইন্দ্রদ্বারে কপাট যে দেয়
সেই বটে ডুবারু হয়
তা নইলে হবে না;
আপা ছেঁচা কাদা খচা
কি অদ্ভূতের কারখানা ॥
জল ছেঁচে নদী শুকায়
কার বা এমন সাধ্য হয়
কেউ পায় পরশখানা;
লালন বলে সন্ধি পেলে
যায় সমুদ্দুর লঙ্ঘনা ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...