ভেব না ভেব না ও রাই আমি এসেছি
আমি যে তোমায় বড় ভালবাসি ॥
তুমি ভালবাস মনে মনে
আমি বাসি তোমায় প্রাণে প্রাণে
শয়নে কি স্বপনে তোমায় না হেরিলে
বৃন্দবনে ছুটে আসি ॥
খুঁজলে পাবে কোথা বনে
আসা-যাওয়া আমার নিষ্ঠুর বনে
কখনো থাকি শ্রীবৃন্দাবনে কখনো গোচারণে
কখনো বাজায় বাঁশি ॥
মনে কর ও কোমলিনী
তুমি তো প্রেমের সোহাগিনী
তাইতে লালন ভণে প্রেমের কাহিনী
রাই প্রেমে মগ্ন দিবানিশি ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...