ভবের গোলা আসমানে ।
মুক্তামণি বিকিকিনি
মহাজন তার কোনখানে ॥
সেই গোলা আসমানে
রসের খেলা রাত্রদিনে
ধর্মদুষি আর চুরাশী
পরশ হয় তার পরশনে ॥
পেলে মন পৈতৃক সে ধন
বিলালো তার আপন মন
করণ কারণে যার যে ধরণ
দিচ্ছে পুঁজি তাই জেনে ॥
সেই ধনের আশায় যারা
ভাব ত্রিপিনে দেয় পাহারা
পেয়ে মহাযোগে এড়ায় ভবরোগ
লালন মল মনের গুণে ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...