ভবপারে যাবি কিরে
গুরুর চরণ স্মরণ কর আগে।
পিতৃধন তোর নিল চোরে
পারে যাবি কোন রাগে 

আছে ঘাটে যার রাজা সেই তো তার প্রজা
কর সাব্যস্ত করে আগে সাজাও গে ডিঙ্গে
নইলে পড়বে ধোকা সারবে দফা
মৃণালের দইভাগে 

আগে মৃণালের কোণে ভেবে দেখ নয়নে
ধনীর ভাড়া যাচ্ছে মারা পড়ে সেই ভাগে
কত নায়ের মাঝি হারায়ে পুঁজি
কলকলে নদীর ঘোরপাকে 

সিরাজ সাঁই বলেরে লালন, স্বরূপ রূপে দিলে নয়ন
পার হয়ে যাবি তখন ভেগে পলাবে শমন
পারবিনে সাধন বিনে সেই ত্রিপিনে
ভুগি মনে ভবের ভোগে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি