ভুলব না ভুলব না বলি, কাজের বেলায় ঠিক থাকে না।
আমি বলি ভুলব না রে, স্বভাবে ছাড়ে না মোরে
কটাক্ষে মন পাগল করে
দিব্যজ্ঞানে দেয় রে হানা 

সঙ্গগুণে রঙ্গ ধরে, জানলাম কার্য অনুসারে
কুসঙ্গে সম্বন্ধ জুড়ে, সুমতি মোর গেল ছেড়ে
খাবি খেলাম আপাই পড়ে
এ লজ্জা ধুলে তো যায় না 

যে চোরের দায় দেশান্তরি, সে চোর দেখি সঙ্গধারি
মদনরাজার ডঙ্কা ভারি, কামজ্বালা দেয় অন্তস্পুরি
ভুলে যায় মোর মন কান্ডারী
কি করবে গুনারিজনা 

রঙ্গে মেতে সং সাজিয়ে, বসি আছি মগ্ন হয়ে
সুসঙ্গের সম্বন্ধ জুড়ে, জানতাম যদি সুসঙ্গেরে
লালন বলে তবে কিরে
ছ্যাঁচড়ে মারে মালখানা 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি