মন চোরারে কোথা পাই
কোথা যাই মন আজ
কিসে বোঝাই ॥
নিস্কলঙ্ক ছিলাম ঘরে
কিবা রূপ নয়নে হেরে
প্রাণে আমার ধৈর্য নাই;
ওসে চাঁদ বটে কি মানুষ দেখে হলাম বেঁহুশ
থেকে থেকে আমার মনে পড়ে তাই ॥
রূপের কালে আমায় দংশিলে
ও বিষ উঠিল ধেয়ে ব্রহ্মামূলে
কেমনে সে বিষ নামাই:
ও বিষ গাঁঠরী করা না যায় হরা
কী করিবে এসে কবিরাজ গোঁসাই ॥
মন বুঝে ধন দিতে পারে
কে আছে এই ভাব নগরে
কার কাছে এই প্রাণ জুড়াই;
যদি গুরু দয়াময় এই অনল নিভাই
লালন বলে তাহার সেই তো উপায় ॥
#LalonGeeti #LalonGiti #লালনগীতি
একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন
=== জয় গুরু ===
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, লিরিক্সে ভুলভ্রান্তি
অথবা, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...